দু’দিনে ১০৫০ ফরম বিক্রি আ’লীগের

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য দু’দিনে ১০৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথমদিন মঙ্গলবার ৬২৪টি ফরম বিক্রি হয়।

দ্বিতীয় দিন বুধবার চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, অভিনেত্রী তারিনসহ ৪২৬ জন মনোনয়ন ফরম কিনেছেন।

এদিন সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু হয়। দলটির উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বুধবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই দিনে ১০৫০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে তৃতীয় লিঙ্গের আটজন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন।

প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা ধরে এই খাত থেকে এ পর্যন্ত তিন কোটি ১৫ লাখ আয় করেছে দলটি। সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

এদিকে বুধবার সকালে মনোনয়ন বিতরণ ও জমাদান কার্যক্রম মনিটরিং করতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তেমনি অর্ধেক ভোটারও নারী। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। নির্বাচিত প্রতিনিধি হতে জনগণের খেদমত করার জন্য তাদেরও আকাঙ্ক্ষা থাকে। তারাও সংসদে যেতে চায়। এ কারণে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য তাদের অনেকে আগ্রহী। ফলে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে।

আ’লীগের মনোনয়নে তারকাদের ছড়াছড়ি : সংরক্ষিত নারী আসনেও ছোট ও বড় পর্দা এবং সঙ্গীতাঙ্গনের অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন। তারকাদের মধ্যে গত দুই দিনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন- সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, ফালগুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।

এই তারকাদের প্রায় সবাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অনেকেই আওয়ামী লীগ ও সরকারের ধারাবাহিকতার পক্ষে ভিডিও পোস্ট করেছিলেন। তারা নৌকার পক্ষে ভোটও চান। এবার নিজেরাই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

এদিকে মনোনয়নপ্রত্যাশী এই তারকাদের বিষয়ে বুধবার ওবায়দুল কাদের বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। সেজন্য তাদেরও মূল্যায়ন করতে হবে।

মনোনয়ন কিনলেন তৃতীয় লিঙ্গের আটজন : এদিকে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য নারী প্রার্থীদের পাশাপাশি ফরম সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আটজন।

মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরুর পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত আজটন মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় লিঙ্গের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন গত সেপ্টেম্বরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা ময়ূরী এবং চট্টগ্রামের ফালগুনী। সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়ার পর ১৬ সেপ্টেম্বর তারা সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিল।

এরপর থেকেই প্রতিটি বিভাগের জন্য একজন করে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিকে সংসদে রাখার দাবি তোলেন। এরই ধারাবাকিতায় এবার আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন তারা।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত মহিলা আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
যুগান্তর

আরো পড়ুন