ঢাকায় পা রাখলেন ডি ভিলিয়ার্স

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মত খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল মাতাবেন তিনি। আর সে লক্ষ্যেই আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে এসে পৌছেছেন তিনি।

এবারের বিপিএলে বড় বড় অনেক ব্যাটসম্যান খেলতে এসেছেন, যাদের আগের আসরগুলোতে দেখা যায়নি। এদের মধ্যে আলাদা করে উল্লেখ করতে হয় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার আর এবি ডি ভিলিয়ার্সের নাম।

যদিও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মন খারাপ করে চলে গেছেন স্টিভেন স্মিথ। চোটে পড়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে ওয়ার্নারের কনুইয়ের ইনজুরি। অস্ট্রেলিয়ার মারকুটে এই ওপেনারও অস্ট্রেলিয়া ফিরে যাবেন ২১ জানুয়ারি।

এর মধ্যে এবি ডি ভিলিয়ার্সের আগমন কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বিপিএল ভক্তদের। তার মানের একজন ব্যাটসম্যান নিশ্চয়ই মাঠেও দর্শক টানতে পারবেন।

আরো পড়ুন