কনুইয়ের চোটে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে পড়লেন ডেভিড ওয়ার্নার। বুধবার ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্স অধিনায়ক। দেশে ফেরার আগে এ বাঁহাতি চায়ের শহরের দলটির হয়ে আরও দুটি ম্যাচ খেলবেন। যেখানে দুর্দান্ত পারফর্ম করে এ টুর্নামেন্টে নিজের শেষটা স্মরণীয় করে রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।
প্রথমবার বিপিএল খেলতে এসে সিলেট সিক্সার্সের জার্সিতে সময়টা দারুণ কাটছিল ওয়ার্নারের। কিন্তু গেল মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালিন সময়ে এ বাঁহাতি কনুইয়ের পুরনো চটে পড়েন। যে কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পরামর্শে এ তারকা ব্যাটসম্যান আগামী ২০ জানুয়ারি রাতে দেশের বিমান ধরবেন। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন তিনি। তার আগে বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ফেরার আগে বিপিএলে নিজের শেষ দুটি ম্যাচ মনের রাখার মতো পারফর্ম করতে চায়, ‘চোট আগেই ছিল। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি। কিন্তু হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি। ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করাতে হবে কি না। অসাধারণ একটা সময় কাটল এবারকার বিপিএলে। দারুণ একটা দল আর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দারুণ কিছু সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে হবে। তবে, সিলেটের হয়ে শেষ ২ ম্যাচে মনে রাখার মতো পারফম্যান্স করতে চাই।’
এবারের বিপিএলে ওয়ার্নারকে পুরো সময় পাবার আশা করেছিল সিলেট কতৃপক্ষ। কিন্তু চলতি টুর্নান্টের মাঝামাঝি এ বাঁহাতি পুরনো চোটে আক্রন্ত হওয়ায় তেমনটা হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেন, ‘শুধু সিলেট সিক্সার্স না, বিপিএলে নতুন মাত্রা যোগ করেছেন ডেভিড ওয়ার্নার। তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় অসাধারণ কিছু মুহুর্ত তিনি উপহার দিয়েছেন। আরো কিছু পাওয়ার সুযোগ ছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। আমরা ওয়ার্নারকে খুব মিস করব। তার নেতৃত্ব গুণ, পুরো দলকে নিয়ে দারুণ সব পরিকল্পনা আমাদের কাজ অনেকটা সহজ করে দিয়েছিল।’
ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট পর্বের শেষ ২ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। তার শূন্যস্থান পূরণ করতে আজই সিলেট সিক্সার্সের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। এদিকে ইমরান তাহির ফিরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়েন পারনেল।