টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জেতার পর বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএল চলতি আসরের ২১তম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় রংপুর। আজ শনিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এই দুটি দলের মধ্যে রংপুর রাইডার্স ৬ ম্যাচ খেলে ২টি জয়ের স্বাদ পেয়েছে এবং ৪টি ম্যাচে হেরেছে। দলটি ৪ পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে।

অপরদিকে, সিলেট সিক্সার্স ৬ ম্যাচ খেলে ২টিতে ও ৪টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ অবস্থানে আছে। দলটি রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্টের রংপুরের নিচে রয়েছে।

ওয়ার্নার-সাব্বিররা তাই আজ পয়েন্ট টেবিলের উপরে উঠতে আজ রপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে, মাশরাফির রংপুর রাইডার্সও চাইবে ম্যাচ জিতে সামনে এগিয়ে যেতে।

এদিকে, সিলেটের হয়ে আর একটি ম্যাচ খেলেই দেশের বিমান ধরবেন ওয়ার্নার। আর রংপুর রাইডার্সের হয়ে আজকে মাঠে নামার অপেক্ষায় এবি ডি ভিলিয়ার্স। অপেক্ষায় শুধু ভিলিয়ার্সই নন, অপেক্ষায় এদেশের ক্রিকেট সমর্থকেরাও।

প্রথমবারের মতো খেলতে এসেছেন বিপিএলে। ডি ভিলিয়ার্স এমন একটা সময়ে দলে যোগ দিয়েছেন, যখন কিনা টানা হারে বিপর্যস্ত রংপুর রাইডার্স। এই দলে থাকা সবচেয়ে বড় নাম ক্রিস গেইলও পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। ব্যর্থ গেইলকে ছাপিয়ে সবার চোখ এখন ভিলিয়ার্সের দিকে। প্রত্যাশা, তার ব্যাটেই জয়ে ফিরবে রাইডার্সরা।

শেষ পর্যন্ত বিজয়ের হাসি মুখে নিয়ে কারা মাঠ ছাড়ে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আজ বিকাল পর্যন্ত।

রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ক্রিস গেইল, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, বেনি হাওয়েল, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সন্দীপ লামিচানে।

আরো পড়ুন