হার্ডহিটার সাব্বিরের ঝড়ো ফিফটি

একে একে ফিরে গেছেন লিটন, আফিফ ও ওয়ার্নার। তবে থেকে গেছেন সাব্বির। একা কাধেঁ দলকে টেনে তুলছেন তিনি। দারুণ খেলছেন এ হার্ডহিটার। ইতিমধ্যে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন। মাত্র ৩৪ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন তিনি।

শেষ খবর পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেছে সিলেট। এইমাত্র মাশরাফির বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে ফিরলেন ওয়ার্নার। সাব্বির ৬৮ রান নিয়ে ব্যাট করছেন। ক্রিজে তার নতুন সঙ্গী নিকোলাস পুরান।

বিপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাট করছে ডেভিড ওয়ার্নারের সিলেট।

অবশ্য শুরুটা আশাব্যঞ্জক হয়নি। ইনিংসের ভূমিকাতেই মাশরাফির শিকার হয়ে ফিরেছেন লিটন দাস। পরে আফিফ হোসেনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন সাব্বির রহমান। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎই ছন্দ হারান আফিফ। রাইলি রুশোর অসাধারণ থ্রোতে ব্যক্তিগত ১৯ রানে রানআউটে কাটা পড়েন তিনি।

আরো পড়ুন