শ্রীপুরের ইউপি চেয়ারম্যান আর নেই

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চেয়ারম্যান রফিক উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। তিনি পরপর দুই মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও তার ব্যাপক ভূমিকা ছিল। দীর্ঘদিন শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বর্তমানে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রহমত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান প্রমুখ।

আরো পড়ুন