কি ব্যাটিং,কি বোলিং-মিরপুরের মাঠটির সঙ্গে সখ্যটা যেনো একটু বেশিই গড়ে তুলেছেন সাকিব আল হাসান। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের মালিক তিনিই !
টেস্ট,ওয়ানডে,টি-২০ মিলে শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪১১৭ রান করেছেন সাকিব আল হাসান। তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট মিলে প্রিয় এই ভেন্যুতে তার উইকেট সংখ্যা ১৯৯-যার ধারে কাছেও নেই কেউ।
সংক্ষিপ্ত ভার্সনের বিনোদন নির্ভর ক্রিকেট টোয়েন্টি-২০তে এক ভেন্যুতে উইকেটের সেঞ্চুরি-সেই তালিকাতে তিনিই একমাত্র (৭৬ ম্যাচে ১১২)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) ৪র্থ আসর পর্যন্ত উইকেট শিকারের শ্রেষ্ঠত্বের লড়াইটা ক্যারিবিয়ান কেভন কুপারের সঙ্গে জমিয়ে তুলেছিলেন। কেভন কুপারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ৫ম সংস্করনে।
৬ষ্ঠ সংস্করনকে সামনে রেখে ঢাকা ডায়নামাইটস অধিনায়কের সামনে লক্ষ্য ছিল উইকেটের সেঞ্চুরির। সেই লক্ষ্য পূরন ছিল না সহজ। শিকার করতে হবে ১৭ উইকেট। এমন এক লক্ষ্য পূরন করেছেন বিপিএলের চলমান আসরের মাঝপথেই ! ৮ম ম্যাচে দূর্দান্ত বোলিংয়ে ( ৪-০-২৪-৩) পূর্ন করেছেন পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ঘরোয়া টোয়েন্টি-২০ ক্রিকেট আসরে উইকেটের সেঞ্চুরি !
গত ম্যাচে ১৬ রানে ৪ উইকেটে লক্ষ্যের খুব কাছে চলে এসেছেন। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তৃতীয় স্পেলে বন্ধু তামিমকে ( ২৯ বলে ৩৪) মিড উইকেটে ক্যাচ দিতে বাধ্য করে সেঞ্চুরি পূরনের আগাম বার্তা দিয়েছেন। ১ ওভারের শেষ স্পেল করতে এসে লক্ষ্যটা ছিল আতঙ্ক ছড়ানো জুটি আফ্রিদি-সামছুর রহমান শুভ’কে বিচ্ছিন্ন করা। সেই দায়িত্ব পালন করতে এসে এই বাঁ হাতি স্পিনার দু’জনকেই দিয়েছেন ফিরিয়ে। ১৫তম ওভারের প্রথম বলে আফ্রিদিকে (৮ বলে ১৬) লং অনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। পৌছে গেছেন বিপিএলে ৯৯ শিকারে। ওই ওভারের ৪র্থ বলে সামছুর রহমান শুভ কাভারে ক্যাচ দিয়ে সাকিবকে ভাসিয়েছেন উচ্ছ্বাসে ! প্রথম বোলার হিসেবে বিপিএলে উইকেটের সেঞ্চুরিতে অনন্য ইতিহাস হয়ে গেলেন এই বোলার।
বিপিএলের এক আসরে কেভন কুপারের সঙ্গে সর্বোচ্চ ২২ উইকেটের রেকর্ড আছে তার। ৫ম সংস্করনেই করেছেন সে রেকর্ড। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন সাকিব। ইতোমধ্যে ৮ ম্যাচে ১৭ উইকেট শিকারে সবার উপরে সাকিবের চোখ থাকছে নতুন রেকর্ডে। টোয়েন্টি-২০ ক্রিকেটে ডুয়াইন ব্রাভো,মালিঙ্গা,নারাইনের পর সাড়ে তিনশ’ উইকেট ক্লাবের সদস্যপদ ও হাতের নাগালে। অপেক্ষা আর মাত্র ১২টি উইকেট।