পয়েন্ট টেবিলের শীর্ষে মুশফিকের চিটাগং

শেষ চার ম্যাচের তিনটিতে হারলেও মঙ্গলবার পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ঢাকা ডায়নামাইটস। অবশেষে বুধবার সাকিবদের সিংহাসনচ্যুত করে বিপিএলের শীর্ষে উঠে এলো চিটাগং ভাইকিংস।

কাল দিনের প্রথম ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের চওড়া ব্যাটে রাজশাহী কিংসকে (১৫৭/৫) ছয় উইকেটে হারিয়েছে চিটাগং (১৫৯/৪)। সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা টপকে গেল ঢাকাকে। আট ম্যাচে ঢাকার পয়েন্ট ১০। সমান ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় তিনে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে রাজশাহী আছে পাঁচে।

আগের ম্যাচে আসরের প্রথম সেঞ্চুরিতে রাজশাহীকে জিতিয়েছিলেন লরি ইভান্স। কালও বাজে শুরুর পর দলকে একাই টেনেছেন তিনি। এই ইংলিশ ব্যাটসম্যানের ৭৪ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৫৭ রানের পুঁজি গড়েছিল রাজশাহী। জবাবে চিটাগংও ৩০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দুই বল বাকি থাকতেই দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন মুশফিক।

মাঝারি লক্ষ্য তাড়ায় টপঅর্ডারে ধস নামার পর দারুণভাবে সেটি সামাল দেন মুশফিক ও মোসাদ্দেক। শেষ পাঁচ ওভারে ৪৮ রানের সমীকরণ তারা মিলিয়েছেন ঠাণ্ডামাথায়। ছয় চার ও দুই ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে মুশফিকই হয়েছেন ম্যাচসেরা।

বিপিএলের ষষ্ঠ আসরে এটি তার তৃতীয় ফিফটি। অন্যপ্রান্তে ২৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ২২ রানে তিন উইকেট নিয়ে রাজশাহীর সফলতম বোলার আরাফাত সানি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী আট রানে হারিয়েছিল দুই উইকেট। রায়ান টেন ডেসকাটকে (২৮) নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন ইভান্স। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭৪ রানে থামেন তিনি। শেষদিকে ২০ বলে অপরাজিত ৩৬ রান করে রাজশাহীকে ১৫৭ পর্যন্ত নিয়ে যান ক্রিশ্চিয়ান জোনকার।

আরো পড়ুন