আখের মামুদ বাজার ও আখের মামুদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহরুম আখের মামুদের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জু’মা আখের মামুদ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় তার পরিবারের পক্ষে এ আয়োজন করা হয়। ২৪শে জানুয়ারী ২০০৫ সালে সমাজসেবক মরহুম আখের মামুদ মৃত্যুবরণ করেন।
আখের মামুদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এ সময় আভের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক কালু গাজি খন্দকার, সাবেক মেম্বার সাইজউদ্দিন ও আখের মামুদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মরহুমের পরিবারের সদস্যরা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে আখের মামুদের আত্মর মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।