বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছে ওই পরিবারের এক ছোট্ট শিশু।
গতকাল শুক্রবার রাতে সদরঘাটের তেলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়ানৌকা ধাক্কা লেগে ডুবে যায়। এতে নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম, তাঁর স্বামী মতিউর রহমান, ছেলে আবিদ ও মমতাজ বেগম পানিতে ডুবে যায় বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সদরঘাট নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রাতে রাতেই মমতাজ ও রোজিনার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছে রোজিনার ছেলে আবিদ। তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।