সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সৌদি আরব সরকারের রাজকীয় মেহমান হিসেবে পবিত্র মক্কায় সপরিবারে পবিত্র ওমরাহ পালন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওমরা করার জন্য ভিসা চেয়েছিলেন। সৌদি আরব তার পরিবারসহ সফরসঙ্গী ১৫ জনকে রাজকীয় অতিথি হিসেবে ভিসা দেয়।
তিনি আরও জানান, শুক্রবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালন করেছেন। রোববার (২৭ জানুয়ারি) মহানবী হযরত মোহাম্মদ (স:) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে মদিনায় যাবেন। বর্তমানে তিনি মক্কার রয়েল প্যালেসে অবস্থান করছেন।
আগামী ২৯ জানুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরবেন বলেও জানান তিনি।