কোচিং বাণিজ্যে বন্ধের নির্দেশনা চেয়ে করা পাঁচটি রিটের বিষয়ে ৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত বছর কোচিং বাণিজ্যের অভিযোগে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শনোর নোটিশ দেয় সরকার।
দুদকের প্রতিবেদনের ভিত্তিতে ওই নোটিশ দেয়া হয়।
পরে ওইসব নোটিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যে বন্ধের নীতিমালা ২০১২ নিয়ে শিক্ষকরা উচ্চ আদালতে রিট আবেদন করেন।