টেকনাফে রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে রোববার প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আর টেকনাফ থেকে স্থানীয় দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের একটি দোকানের সামনে মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল মোহাম্মদ জয়নালকে ঘিরে ফেরে। এ সময় জয়নালকে এলোপাথারি ছুড়ি মেরে পালিয়ে যায় তারা।

পরে নিহতের স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায় নি জানিয়ে পুলিশ বলছে, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, টেকনাফের মিনাবাজার এলাকা থেকে ভোরে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা মিনাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরো পড়ুন