প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে গণভবনে যাচ্ছে না ঐক্যফ্রন্ট

গণভবনে প্রধানমন্ত্রীর দেয়া চায়ের আমন্ত্রণে যোগ দিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে জাতীয় ঐক্যফ্রন্ট এর স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী স্বাক্ষরিত চিঠি গণভবনে পৌঁছে দেয়া হয়।

চিঠিতে চা-চক্রে দাওয়াত দেয়ার জন্য প্রধামন্ত্রীকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। তবে, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই নৈতিক নয়; সেদিন দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে নতুন মামলায় আরও অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশগ্রহণ সম্ভব নয় বলে জানানো হয়।

আরো পড়ুন