বিপিএলের ৪১তম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে ভিক্টোরিয়ানসরা। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালে হয়নি কুমিল্লার। এই রীপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসে সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোড় বোর্ডে তুলেছে মাত্র ৩৯ রান। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এদিকে স্কোরবোর্ডে কোনো রান যোগ হবার আগেই সাজঘরে ফিরে যান ডেসিং তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় বলেই নাহিদুল ইসলামের শিকার হন তামিম। তিনি কোনো রান করতে পারেননি। এরপরেই প্যাভিলিয়নের পথ ধরেন এনামুল হক বিজয়। দলীয় ১৬ রানে নাহিদুলের বলে মুথুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর পর ১১ বলে ১২ রান করে আউট হয় সামসুর রহমান। দলের যখন বির্পযয় তখন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। মাশরাফির বলে আউট হয়ে তিনি ফিরে যান ০ রান করে।। এরপর কুমিল্লা শিবিরে আবারও আঘাত হানে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সজাঘরে ফিরে যায় থিসারা পেরেরা
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) শেষ চার নিশ্চত করেছে মাশরাফির রংপুর ও ইমরুলের কুমিল্লা তাই প্রথম পর্বে রংপুর রাইডার্স ও কুমিল্লা তাই দুই দলের আজকের খেলা এক অর্থে মূল্যহীন। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এ ম্যাচে যে জিতবে তারাই চূড়ায় থেকে গ্রুপপর্ব শেষ করবে। এতে সুপার ফোরে সুবিধা পাবে জয়ী দল।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা:৩৯/৫ (১০ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, ইমরুল কায়েস, লিয়াম ডসন, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, ওয়াকার সালামখিল, সানজিত সাহা, ওয়াহাব রিয়াজ।
রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রীলি রুসু, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন , রবি বোপারা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, ফারহাদ রেজা, মাশরাফি মুর্তজা, শহীদুল ইসলাম, মিনহাজুল আবেদিন।