খাদ্যে ভেজাল মেশানো চরিত্রগত বদভ্যাস : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য উৎপাদনে কৃষকরা যাতে উদ্বুদ্ধ থাকেন সেজন্য আমরা কৃষকদের ভর্তুকি দিয়ে আসছি। আমাদের দেশের কৃষকরা এখন উৎপাদনে অনেকটা এগিয়ে। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে রোববার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিউটিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল মেশানো এটা চরিত্রগত বদভ্যাস। মানুষের এ চরিত্র পাল্টাতে হবে। এটা আমরা দূর করে ফেলবো। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, নেবো। খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের জীবন ধ্বংস করার অধিকার কারো নেই।

আমরা নানা গবেষণার মাধ্যমে দেশে উচ্চ ফলনশীল ধান উৎপাদেন সক্ষম হয়েছি। এখন আমার বিশ্বের মধ্যে ধান উৎপাদনে চতুর্থ স্থানে। শুধু ধান নয় আমরা মাছ উৎপাদনে এগিয়ে রয়েছি। এখন আমাদের দেশের বাজারে মাছের কোনো অভাব হয়নি।

তিনি বলেন, জাতীয় খাদ্য কর্মনীতি আমরা পূরণ করেছি। খাদ্য উৎপাদনই শুধু নয় সংরক্ষণ করে মানুষের ঘরে তা পৌঁছে দিচ্ছি। এই দিবসে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরো পড়ুন