টাঙ্গাইলে ট্রাকচাপায় নারী নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো এক নারী।

জানা যায়, সকালে বাঐখোলা এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন দুই নারী। এসময় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এসময় আহত হন অপর এক নারী। আহত নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কাউছার মিয়া।

আরো পড়ুন