সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ অধিনায়ক মো. মোজাম্মেল হক বাংলাদেশে পুলিশ সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা ) পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ারা-ই-তাসলিমা।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, র্যাব-১৩ অধিনায়ক মো. মোজাম্মেল হক দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার করে রংপুর ও রাজশাহী বিভাগের শান্তিপ্রিয় মানুষের মনে ভালবাসার জায়গা করে নিয়েছেন। তার সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা )পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
উল্লেখ্য, রংপুর ও রাজশাহী বিভাগের শীর্ষ জঙ্গি নেতাসহ মোট ৩৩ জন দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার করে বাংলাদেশে পুলিশ সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা ) পেয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ অধিনায়ক মো. মোজাম্মেল হক।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে সম্মানসূচক এই পদক পরিয়ে দেন। এর আগেও তিনি একবার বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক পান।
এছাড়াও তিনি দেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সরকার প্রবর্তিত ডিজিটাল অ্যাওয়ার্ড পদক লাভ করেন।