হবিগঞ্জের মাধবপুরে কিশোরের অমানবিক নির্যাতনের শিকার

রিপোর্টার – অজয় রায় (হবিগঞ্জ)

 

মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে বণিক পট্টিতে
অবস্থিত জয় মা শ্যামা শিল্পালয়।যার সত্ত্বাধিকারী সৌরভ বনিক নামের একজন ব্যক্তি।

 

এই স্বর্ণের দোকানে কাজ শিখতো রকি দেব নামের
এই শিশু।কাজ শিখা অবস্থায় কাজের ভুলের কারণে ১৫ বছরের শিশু রকি দেবকে পাশবিক নির্যাতন করা হয়,যা একেবারেই অমানবিক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক জয় মা শ্যামা শিল্পালয় এর পাশের এক দোকানদার এর সাথে কথা বলে নির্যাতনের সত্যতা মিলে।রকি দেব এর বড় ভাই এর সাথে ফোনে যোগাযোগ করা হলে সে জানায় বাজারের লোক বসে এর সমাধান করে দেবে।

 

কথা হচ্ছে যদি বাজারের লোক বসে সমাধান করে
দেয় রকি কি তার উপর পাশবিক নির্যাতনের ন্যায় বিচার পাবে,নাকি ক্ষমতার দম্বে নির্যাতনকারী সেই ব্যক্তি পার পেয়ে যাবে।

 

এইভাবে চলতে থাকলে আমরা কি আদৌ শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে পারবো? স্থানীয় জনমনে আজ এই শঙ্কা কাজ করছে।

আরো পড়ুন