বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠি হচ্ছে।
চলতি বিপিএলের গ্রুপ পর্বে দুইবারের সাক্ষাতে একবার করে জয় পায় ঢাকা ও রংপুর। বুধবার বিপিএলের ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর ও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা।
বাঁচা মরার এই ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে ফাইনালের। আজ যারা জিতবে তার চলে যাবে শুক্রবারের ফাইনালে। যারা হেরে যাবে তাদের বিপিএলের চলতি আসর থেকে বিদায় নিতে হবে।
এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, নাদিফ চোধুরী, রাইলি রুশো, বেনি হাওয়েল, রবি বোপারা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম অপু।
ঢাকা ডায়নামাইটস: উপল থারাঙ্গা, রনি তালুকদার, সুনীল নারিন, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, কাজী অনিক ইসলাম ও মাহমুদুল হাসান লিমন।