কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

কিশোরগঞ্জের নিকলীতে ট্রাক্টর চাপায় মো: তৌহিদ (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) নিকলী উপজেলার জারইতলা-কামালপুর ডুবোসড়কে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৌহিদ।

নিহত তৌহিদ উপজেলার জারইতলা কামালপুর গ্রামের কৃষক মনু মিয়ার ছেলে ও কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, স্কুলছাত্র তৌহিদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে জারইতলা-কামালপুর ডুবোসড়কে স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন ইটভাটার মাটিকাটার একটি লরি ট্রাক্টর বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম শিশুটির গ্রামের বাড়িতে ছুটে যান।

আরো পড়ুন