নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে ২৩২ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন মোহাম্মদ মিঠুন। । তাই নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৩৩ রান।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ম্যাকলিন পার্ক নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে এ টার্গেট দেয় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের শুরুটা ছিলো সাদামাটা। প্রথমে ওপেনিং খেলতে আসে তামিম ইকবাল ও লিটন দাস। দলীয় ৫ রানে তামিম ও দলীয় ১৯ রানে লিটন ফিরে গেছেন সাজঘরে। এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ভালো করার আসা জাগিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ম্যাট হেনরির বোলে ক্যাচ আউট হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে আউট হওয়ার আগে করে ২২ বলে ৩০ রান।
এদিকে ট্রেন্ট বোল্ট এর বোলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যায় লিটল মাস্টার ক্ষেত মুশফিকুর রহিম। তিনি করেন ১৪ বলে ৫ রান। পঞ্চম উইকেটে এসে দলের হাল ধরেন মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দুই অঙ্ক ছোঁয়ার পরই মাহমুদউল্লাহর ইনিংসের শেষ হয়। আউট হয় ২৯ বলে ১৩ রান করে। এরপর নতুন ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়ে ইনিংস মেরামতের কাজে শুরু করেন মোহাম্মদ মিথুন। কিন্তু সর্থীদের আসা যাওয়ার মিছিলে ব্যার্থ ছিলেন সাব্বির। ২০ বলে ১৩ রান করে ফিরে যায়। এর সাইফউদ্দিনকে সাথে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত পূরন করে মিথুন। যার মধ্যে ৪ টি চারের মার রয়েছে। এর আগে ২৭ বলে ২৬ রান করে আউট হয় মেহেদী হাসান মিরাজ। মিথুন ৯০ বলে ৬০ ইনিংসটি ছিলো বড় স্কোর এ ছাড়া আর কেউই ধারাতে পারে নি উইকেটে এসে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩২/১০ ( ৪৮.৫ওভার)।
ব্যাটিং:( মাশরাফি বিন মর্তুজা ৯*)।
টার্গেট:২৩৩