ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের সদস্যরা।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে দেখা গেছে। আজ সকাল সাড়ে দশটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে আসেন। ঢাকসু নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ছাত্রদলের।
এদিকে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রনেতারাও মধুর ক্যান্টিনে উপস্থিত রয়েছে। ছাত্রদল নেতাদের সাথে কুশল বিনিময়ও হয় তাদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, সুষ্ঠু ও সব শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপাচার্য আখতারুজ্জামান স্যারকে সাত দফা দিয়েছি।
অন্য ছাত্রসংগঠনগুলোও পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার দাবি তুলেছি। কিন্তু প্রশাসন একটা দাবিও মানেনি। সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে আসা।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের উদ্যোগ আমরা স্বাগত জানিয়েছি। সহাবস্থান নিশ্চিত না করে ভোটকেন্দ্র হল থেকে না সরিয়ে প্রশাসন তফসিল ঘোষণা করেছে।
পরিবেশ পরিষদে বেশিরভাগ সংগঠনের দাবিকে অগ্রাহ্য করে একটি ছাত্র সংগঠনকে জেতানোর পায়তারা চলছে। সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরবো।
উল্লেখ্য, সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গেলে ছাত্রদল ও ছাত্রলীগের পক্ষ থেকে বিচ্ছিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে ভোট ৩ মাস পেছানো, ক্যাম্পাসে সহাবস্থানসহ সাত দফা দাবি জানিয়েছে ছাত্রদল। তবে তাদের সেই দাবির একটিও বাস্তবায়ন হয়নি বলে জানান ছাত্রদলের নেতাকর্মীর। ২৮ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১১ মার্চ দিন ধার্য আছে।