ঠাণ্ডা কনকনে বাতাসআরমুষলধারে বৃষ্টি। ভিজেএকাকারবিছানাপত্র,কাপড়-চোপড়। কাদাময়পথচরম পিচ্ছিল।স্থানেস্থানেবাঁশে ঝুলছে চটের ছাদ।ময়দানেপানির স্রোত। এমনিবৈরীপরিস্থিতিরমধ্যেরোববারশুরু হয়েছে বিশ্ব ইজতেমারদ্বিতীয় অংশ।
বাদ ফজর ভারতেরমাওলানামো.ইকবাল হাফিজেরআম-বয়ানের মধ্যদিয়েশুরু হয় ইজতেমার দ্বিতীয় অংশেরআনুষ্ঠানিকতা। এ বয়ানবাংলায়তরজমা করেন বাংলাদেশের মাওলানাআবদুল্লাহমুনসুর।কালসকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবেমুসলমানদেরদ্বিতীয় বৃহত্তম এ সম্মেলনের ৫৪তমআয়োজন।
ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে নিয়ে বিভক্ত দাওয়াতে তাবলিগ।এবারের ইজতেমার প্রথম অংশআয়োজনকরেন মাওলানামুহাম্মদজোবায়েরপন্থী (সাদবিরোধী)মুরব্বিরা। শনিবারসকালেএ অংশের আখেরি মোনাজাতের পরমধ্যরাতে মাঠেরনিয়ন্ত্রণনেয়প্রশাসন।পরে মাঠ বুঝিয়ে দেয়াহয় সাদপন্থীমুরব্বিদের। তখনথেকে তাবলিগের সাদ সমর্থকও সাধারণমুসল্লিরা ময়দানে ঢুকতে শুরু করেন।বাদ ফজর ইজতেমার কার্যক্রম (আম-বয়ান)। বয়ান শুরুহওয়ারপরপরই বজ্রসহশিলাবৃষ্টি ও ঝড়োবাতাসশুরু হলেদুর্ভোগে পড়েন মুসল্লিরা।প্রায়২ ঘণ্টাচলে এ ঝড়-বৃষ্টি। এর মধ্যেই ভিজে-মুড়ে বয়ান শুনতে থাকেন মুসল্লিরা।
তবেবৈরীআবহাওয়ার কারণে মুসল্লিদের অনেকেইতখনপর্যন্ত ময়দানেঢুকতে পারেননি।ঝড়বৃষ্টি থেমেগেলে ঢলনামে মানুষের।সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুসল্লিদেরময়দানে আসতে দেখা গেছে। রোববার দুপুর পর্যন্ত নতুন করে১৫ দেশের ২শ’ মেহমানএসেছেন।
আয়োজকদেরঅন্যতমমুরব্বিমো.হারুন- অররশিদ জানান,সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারবাদ ফজর জোবায়েরপন্থীদের ইজতেমা(প্রথমঅংশ)শুরু হওয়ার কথা। কিন্তুতারা একদিনআগে বৃহস্পতিবারবাদ আসর থেকেইবয়ানশুরু করেন।আবার শনিবারমোনাজাতের পর অব্যবহৃত জিনিসপত্র, উচ্ছিষ্ট খাবারও আবর্জনা ফেলেই মাঠ ত্যাগকরেন।স্থানীয়প্রশাসন মাঠেরনিয়ন্ত্রণনিলেওস্বল্পসময়ে প্রশাসনের পক্ষেমাঠের পুরো আবর্জনা সরানো সম্ভব হয়নি। এ পরিবেশেরমধ্যেরোববারফজরের সময় মুসল্লিরা মাঠে ঢোকেন।সকালহতে না হতেইশুরু হয় বজসহবৃষ্টি।
হারুন-অর রশিদআরওবলেন, মাঠ বুঝে নেয়ারপরবেশকিছুমাইক, কোথাও পানির লাইন ও গ্যাসলাইনে সংযোগ বিচ্ছিন্ন পাওয়াগেছে।ঝড়বৃষ্টিতেক্ষতি হয়আরও কয়েকস্থানে।যতটুকুসম্ভবআমরা মেরামত করেছি।বাকিটাঠিক করেদেয়ারজন্য প্রশাসনকেঅনুরোধজানানো হয়েছে।তারা ঠিককরছে। গাজীপুরেরভোগড়াথেকে ইজতেমায়যোগ দেয়ামো. সাইদুররহমান জানান, সবকিছুই আল্লাহথেকে হয়। বৃষ্টি- শীত একটাপরীক্ষামাত্র।এখানেযারা এসেছেন তারাআল্লাহও রাসূলকে রাজি- খুশিকরার তালিম নিতে এসেছেন।কারও মধ্যেইমানিশক্তি থাকলেদুনিয়াবিকষ্ট তার কাছেকোনো কষ্টইমনে হবেনা।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ানমুহাম্মদ হুমায়ুনকবীর জানান, শনিবার মধ্যরাতে ইজতেমাময়দান সাদপন্থী মুরুব্বিদেরকাছে বুঝিয়েদেয়াহয়েছে।মাঠে টুকটাকসমস্যা থাকলেও তা রোববারসকালেইসমাধান করা হয়েছে।তবেইজতেমাএলাকায় আইনশৃঙ্খলাসহসবব্যবস্থাপনা আগের মতোইবহালরয়েছে।
সরকারিসিদ্ধান্ত অনুযায়ী আজ আখেরি মোনাজাত হওয়ার কথাথাকলেওমাঠ পরিস্থিতিও বৈরীআবহাওয়াসহকয়েকটি কারণেইজতেমারসময়১ দিনবাড়ানোর সিদ্ধান্ত নেনমুরব্বিরা। পরেএ বিষয়ে আবেদন করেন প্রশাসনের কাছে। ইজতেমার অন্যতম মুরুব্বি আশরাফ আলীবলেন, মাশোয়ারার সিদ্ধান্ত অনুযায়ী ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার নির্ধারণকরা হয়েছে। এদিন সকাল ১০টার দিকেআখেরি মোনাজাত হবে। গাজীপুরজেলাপ্রশাসক ড. দেওয়ানমুহাম্মদহুমায়ূন কবীর বলেন, তাদেরআবেদনেরপরিপ্রেক্ষিতেআখেরি মোনাজাত কাল হবে।
গাজীপুরমেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান জানান, ইজতেমায়আগতমুসল্লিদেরসার্বিক নিরাপত্তা, যানজট নিরসনসহ সার্বিকবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেযাচ্ছে। ইজতেমাশেষনাহওয়াপর্যন্ত এব্যবস্থা অব্যাহতথাকবে।
রোববার বয়ান করলেন যারা :বাদ ফজর ভারতের মাওলানা ইকবালহাফিজ উর্দুতে বয়ানকরেন, তাবাংলায়তরজমা করেন বাংলাদেশেরআবদুল্লাহমুনসুর।বাদজোহর বয়ানকরেন নিজামুদ্দিন মারকাজেরমুরব্বি মাওলানাআবদুল বারী।বাংলায়তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।বাদ আসর বাংলাদেশেরমাওলানামোশাররফ হোসেন। বাদ মাগরিববয়ানকরেনদিল্লির মাওলানাশামীমআহমদ।অনুবাদকরেন বাংলাদেশেরমাওলানাআশরাফ আলী।
মুসল্লিদেরঅবস্থান :৮৪ খিত্তায় অবস্থান করছেনমুসল্লিরা।এরমধ্যেমিরপুর (খিত্তানং ১ ও ২), সাভার(৩ও ৪)টঙ্গী (৫),উত্তরা (৬ ও ৭), কাকরাইল (৮-১৪), মোহাম্মদপুর (১৫), যাত্রাবাড়ী(১৬), ডেমরা (১৭), কেরানীগঞ্জ (১৮ ও ১৯), ধামরাই(২০), নবাবগঞ্জও দোহার(২১), টাঙ্গাইল (২২), মানিকগঞ্জ (২৩),নারায়ণগঞ্জ (২৪), নরসিংদী (২৫), গাজীপুর(২৬), মুন্সীগঞ্জ (২৭), কিশোরগঞ্জ (২৮), ফরিদপুর(২৯), রাজবাড়ী(৩০),শরীয়তপুর(৩১), মাদারীপুর(৩২),গোপালগঞ্জ(৩৩), নওগাঁ (৩৪), চাঁপাইনবাবগঞ্জ (৩৫), জয়পুরহাট (৩৬), নাটোর(৩৭),বগুড়া(৩৮), পাবনা (৩৯), সিরাজগঞ্জ(৪০),রাজশাহী (৪১), ময়মনসিংহ(৪২), নেত্রকোনা (৪৩), সুনামগঞ্জ(৪৪), সিলেট (৪৫),হবিগঞ্জ (৪৬),মৌলভীবাজার(৪৭), চট্টগ্রাম (৪৮), লক্ষ্মীপুর(৪৯), বান্দরবান (৫০),রাঙ্গামাটি (৫১), খাগড়াছড়ি(৫২), কক্সবাজার (৫৩), নোয়াখালী(৫৪),ফেনী (৫৫),বি. বাড়িয়া (৫৬), কুমিল্লা(৫৭), মাগুড়া (৫৮), শেরপুর (৫৯), জামালপুর (৬০), যশোর(৬১), চাঁদপুর (৬২), সাতক্ষীরা (৬৩), নড়াইল (৬৪),ঝিনাইদহ (৬৫), বাগেরহাট(৬৬), মেহেরপুর(৬৭), খুলনা (৬৮), চুয়াডাঙ্গা (৬৯), কুষ্টিয়া (৭০), রংপুর (৭১), দিনাজপুর (৭২), লালমনিরহাট (৭৩), নীলফামারী(৭৪),পঞ্চগড়(৭৫), কুড়িগ্রাম (৭৬), ঠাকুরগাঁও (৭৭), গাইবান্ধা (৭৮), পটুয়াখালী (৭৯), ঝালকাঠি (৮০), ভোলা (৮১), বরিশাল (৮২), বরগুনা (৮৩) ও পিরোজপুর জেলারমুসল্লিরা ৮৪নংখিত্তায় অবস্থানকরবেন।
ট্রেনসার্ভিস : টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. হালিমুজ্জামানজানান, আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের সুষ্ঠুভাবে যাতায়াতেরজন্য ১১জোড়া বিশেষ ট্রেনসহ১২০টি ট্রেনটঙ্গীতেযাত্রাবিরতি করবে।
যানচলাচলে নিষেধাজ্ঞা : পুলিশ জানিয়েছে, আখেরি মোনাজাতে মুসল্লিদেরযাতায়াতের সুবিধার্থেঢাকা-ময়মনসিংহ মহাসড়কেযান চলাচলেগাজীপুরট্রাফিকপুলিশেরপক্ষ থেকে বিশেষব্যবস্থানেয়া হয়েছে।আজ মধ্যরাতথেকে কালরাত৮টাপর্যন্ত আবদুল্লাহপুরথেকে ভোগড়াবাইপাসএবং মীরেরবাজারথেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত উভয়মুখীরাস্তায়সব প্রকার যানবাহন চলাচলবন্ধথাকবে।গাজীপুরসিটি কর্পোরেশনসূত্রজানায়, সিটিমেয়রমো. জাহাঙ্গীর আলম২ দিনেরলাখো মুসল্লির ফেলেযাওয়া আবর্জনা পরিষ্কারসহ পানি, গ্যাসএবং পয়ঃনিষ্কাশন সমস্যারসমাধানে কর্পোরেশনেরলোকজনকেনির্দেশদিয়েছেন। পানি উত্তোলনের জন্য ৩২টি মোটরএবং গ্যাসসংযোগের ব্যবস্থা করেন। তিনিময়দানে গিয়েমুসল্লিদেরসঙ্গে কুশলবিনিময় করেন।সূত্র:যুগান্তর