কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

কাঁঠালবাড়ীঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ঘন কুয়াশায় পদ্মার দিকনির্দেশনা বাতিগুলো সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পদ্মায় আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে পৌঁছেছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

আরো পড়ুন