লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে র্যাব ও পুলিশ এই মামলায় গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে। সবশেষ তদন্ত করে ঘটনার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখা আনসার আল ইসলামের ১১ জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এদের মধ্যে ৬ জনকে অভিযুক্ত করে আজ চার্জশিট দিলো পুলিশ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে স্ত্রীকে নিয়ে বের হবার সময় নির্মমভাবে খুন হন লেখক-ব্লগার অভিজিৎ রায়। সূত্র:যমুনা টিভি