‘শঙ্খশিকল’ নিয়ে বইমেলায় সাংবাদিক রীনা তুলি

নাঈম ইসলাম: একুশের বইমেলায় সাংবাদিক রীনা আক্তার তুলির বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিতে জঙ্গিবাদ নিয়ে লেখা বই ‌‘শঙ্খশিকল’।

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রীনা আক্তার তুলির লেখা ‘শঙ্খশিকল’ বইটি মূলত গবেষণামুলক প্রবন্ধ। বইটি প্রকাশক করছে অঙ্কুর প্রকাশনী। ২১শে ফেব্রুয়ারি বইটি পাওয়া যাবে মেলায় অঙ্কুরের ১৬৮-১৭০ নম্বর স্টলে।

‘শঙ্খশিক’ বইটিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের শেকড়ের ইতিহাস ও ১৯৯৯ সাল থেকে ২০১৯ পযর্ন্ত বাংলাদেশের বড় বড় জঙ্গি হামলা, ব্লগার হত্যা প্রসঙ্গ। বাঙালি নারী কেন জঙ্গিদলে, এক জঙ্গি নারীর জীবনী নিয়েও বইটিতে রয়েছে একটি প্রবন্ধ। উল্লেখিত প্রসঙ্গে বইটিতে রয়েছে বিশিষ্টজনের সাক্ষাৎকার। আরো পাওয়া যাবে জঙ্গিবাদ নিয়ে অজানা অনেক তথ্য।

গ্রামের সহজ-সরল ও ধর্মান্ধ, বৃত্তবন্দি, বিবেকবন্দি নারীর আত্মোপলব্ধি এবং তাদের দেশদ্রোহী কাজে অনুতপ্ত হওয়া ও ক্ষমা প্রার্থনা। ধর্মের ভুল ব্যাখ্যার কাছে পরাজিত হয়ে পথ হারিয়েছেন তারা। দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্রের কাছে আজ তারা কলঙ্কিত ইতিহাস।

লেখক রীনা আকতার তুলি জানায়, নারীদের দেয়ালবন্দি করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে জঙ্গিরা মরিয়া। তাদের জঙ্গিবাদের প্ররোচনার সূচনা হয় ঘর থেকে। পরবর্তী সময় তারা নিজেদের ঘনিষ্ট বন্ধু, আত্মীয়-স্বজন, ও প্রতিবেশীদের টার্গেটে কাজ করে।

তিনি বলেন, ইসলামের দাওয়াতের কথা বলে তাদের সঙ্গে কৌশলে সময় কাটান এবং বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সফল হতে না পারলেও তারা থেমে থাকেন না। তাদের কার্যক্রম চলতেই থাকে। আমাদের দেশে তারা দীর্ঘদিন থেকে শিকড় গড়ার চেষ্টা করলেও, ভেঙে দেয়া হয়েছে তাদের বিষদাঁত।

আরো পড়ুন