টানা তৃতীয় বারের মত দেশসেরা কলেজ হিসেবে হ্যাট্রিকের মুকুট অর্জন করেছে রাজশাহী কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাংকিং-এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চোখে দেশসেরা হয় কলেজটি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এসব তথ্য তুলে ধরেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালের র্যাংকিংয়েও রাজশাহী কলেজ প্রথমস্থান অর্জন করে।
রাজশাহী কলেজ অধ্যক্ষ মো: হবিবুর রহমান বলেন, বর্তমানে মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জন শুধু বাংলাদেশের জন্য নয় বরং বিশ্বের সকল দেশের জন্য এটি চ্যালেঞ্জ। সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীদেরকে শিক্ষাদানসহ তাদের নেতৃত্ব সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। কলেজ ও শিক্ষার্থীদের কল্যাণে মুখাপেক্ষী অবস্থান থেকে কলেজটি দূরে সরে গিয়ে স্ব-অর্থায়নে ও স্ব-উদ্যোগে একাডেমিক কার্যক্রমসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছে।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ৪২টির অধিক সংগঠন কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রম পরিচালিত হচ্ছে এ কলেজে। বলা চলে, তারাই সহ-শিক্ষা কার্যক্রমের মূল শক্তি। রাজশাহী শিক্ষা নগরী ও শান্তির শহর হিসেবে সর্বজনবিদিত। রাজশাহী কলেজের অনন্য বৈশিষ্ট্য হলো, ছাত্র সংগঠনগুলো একাত্ম হয়ে কলেজের জন্য নিবেদিত হয়ে কাজ করে।
রাজশাহী অঞ্চলে এবার রাজশাহী কলেজের পয়েন্ট ৭২ দশমিক ৯৬। এদিকে জাতীয় পর্যায়ে ‘প্রথম ৫ সেরা কলেজ’ ক্যাটাগরিতে রাজশাহী কলেজের পরে ৬৬.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশালের বিএম কলেজ, ৬৬.১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, ৬৫.৯৬ পয়েন্টে চতুর্থ অবস্থানে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ ও ৬৫.৭৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর কারমাইকেল কলেজ।