জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধের জের ধরে চাচার হাতে খুন হয়েছে ভাতিজা সিয়াম (৮)। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছে ভাতিজী মীম (৬)।
সোমবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও নিহতের পারিবারীক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামের মনছুর আলীর সাথে তার জেঠাত ভাই সোহেল কামারের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় সিয়াম তার জেঠি আনোয়ার হোসেনের স্ত্রী রুপার নিকট প্রাইভেট পড়তে তাদের ঘরে যায়।
এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা চাচা সোহেল কামার ভাতিজা সিয়ামকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। সিয়ামের ছোট বোন মীম এ বিভৎস ঘটনা দেখে চিৎকার করলে মূহুর্তে সোহেল কামার তাকেও ওই ছুরি দিয়েই হত্যার উদ্দেশ্যে আঘাত করে। বুকের ডান পার্শ্বে ছুরিকাঘাতে গুরুতর আহত মীমকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় হতাহতদের পিতা-মাতা বাড়ীতে ছিলনা বলে জানা যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম নিহত সিয়ামের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়।
নিহত সিয়াম চাঁপারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং ছোট বোন মীম (৬) ১ম শ্রেণীর ছাত্রী। নিস্পাপ শিশু সন্তানের উপর বর্বোরচিত হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের এবং উত্তেজনা দেখা দিয়েছে।