ঢাকা দুই সিটিতে ভোট গ্রহণ চলছে

ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ও দুই সিটিতে নবগঠিত ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ভোটাররা। আজ সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বৃষ্টিতে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেশ কম। নির্বিঘ্নে ভোটগ্রহণের সব প্রস্তুতি রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত। জনপ্রতিনিধি নির্বাচনের এই আনুষ্ঠানিকতায় দুই সিটিতে ভোটার প্রায় ৩৫ লাখ। অল্প সময়ের হলেও নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার উন্নয়নে ভূমি রাখবে বলে আশা সাধারণ ভোটারদের।

আরো পড়ুন