রাজধানীতে ঝড়ো বৃষ্টি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভোর থেকে রাজধানীতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। নিম্নচাপের কারণে বসন্তের বৃষ্টিতে কিছুটা শীত নেমে এসেছে শহরজুড়ে।

বৈরী আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে

আরো পড়ুন