প্রথা‘র কবিতা “প্রিয়ার মনে চাপা কান্না”

প্রিয়ার মনে চাপা কান্না

প্রিয়া কেন চাপা কান্না তোমার
সেতো আসেনি আসবে না তাতে কি
সেতো জানেনি জানবে না তাতে কি
এক শরত সকালে শিউলি ফুলের উপর

ঘাস ফড়িংয়ের মেলায় আনন্দে দুলেছিল
আজ আর সেই দিন মনে করে সে আসবে না।

আজ তুমি যতদূর হারাতে চাও হারিয়ে যাও
সেতো আসেনি আসবে না তাতে কি
তোমার যাওয়ার পথ রইলো স্বাধীন

তাতে নেই কোন ক্ষতি সেতো আসেনি
আসবে না এমন করে আর হবে না দেখা
সময়ের সন্ধিক্ষণে গুছিয়ে নাও নিজেকে।

আরো পড়ুন