দিনাজপুরে ট্রাকচাপায় প্রভাষক নিহত

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আনোয়ার পারভেজ (৩৫) নামে এক প্রভাষক নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টায় দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পশ্চিমে ব্রাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাষক আনোয়ার পারভেজ উপজেলার মাগুড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উৎপাদন ব্যবস্থানা ও বিপণন বিভাগের প্রভাষক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আনিরুল ইসলাম জানান, আনোয়ার পারভেজ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজে আসছিলেন।

এসময় রাণীগঞ্জ বাজারের পশ্চিমে ব্রাক অফিসের কাছে দিনাজপুরগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৮-৯৬৫৬) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন