পাবনায় ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, গর্ভপাত: এরপর..

পাবনার সাঁথিয়ায় এক কলেজছাত্র কর্তৃক ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী প্রেমিকাকে বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা করে গর্ভপাত করানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে।

সাঁথিয়া থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের প্রবাসী জহির উদ্দিনের ছেলে বেড়া সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শিপন হোসেন (২০) একই গ্রামের মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ুয়া পিতৃহীন এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিশোরীর মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে।

প্রেমের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক শিপন কিশোরীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এতে কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়লে প্রেমিক শিপনকে বিয়ে করতে বলে। প্রতারক শিপন পরে বিয়ে করার আশ্বাস দিয়ে ৪ মাসের অন্তঃসত্তা কিশোরীকে গর্ভপাত করতে বলে। এক পর্যায়ে শিপন স্থানীয় মেম্বার রজবের সাহায্যে কৌশলে ট্যাবলেট খাইয়ে কিশোরীর গর্ভপাত ঘটায়। এতে প্রচুর রক্তক্ষরণে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় গত বৃহস্পতিবার (০৭ মার্চ) তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই কিশোরী জানান, রজব মেম্বর জোরপূর্বক তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে ট্যাবলেট খাইয়ে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, এরকম ন্যাকারজনক ঘটনার ঘটেছে এ বিষয়টি খুবই লজ্জাজনক। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন