সিরাজগঞ্জে ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক, এক কেন্দ্রে ভোট বন্ধ

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও নির্বাচনে অনিয়মের অভিযোগে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এ ঘোষনা দেন।

আটকরা হলেন- সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বেলাল হোসেন ও আব্দুল আলিম। এছাড়াও প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেনসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান রিটানিং কর্মকর্তা ফিরোজ মাহমুদ।

জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে র‌্যাব ও পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। ভোটগ্রহণের আগেই সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণ করা সম্ভব নয় মর্মে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার নির্দেশে রাতেই কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

এই ধাপে ৭৮ উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হচ্ছে। এসব উপজেলায় মোট ৮৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২৪৯ জন।

আরো পড়ুন