জেসমিন রুমির কবিতা ‘দিন গুলোতে’

দিন গুলোতে
————————–জেসমিন রুমি

এই দিনগুলোতে তোমাকে
খুব বেশি উছল হয়ে বলতে ইচ্ছে করে
সেই কথা গুলো, যা অনেকদিন বলা হয়নি তোমাকে,
এই দিন গুলোতে তোমাকে
দুচোখ ভরে দেখতে ইচ্ছে করে
কতদিন কাছে থেকে দেখিনা বলোতো তোমাকে,
এই দিন গুলোতে তোমাকে
অকারনে একটু বুঝি কাছে পেতে ইচ্ছে করে ,
কত অনন্তকাল ধরে তুমি দূরে সরে আছো,
ইদানিং তোমাকে
একটু খানি ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কপাল তোমার গরম নাতো?
অনন্তকাল তপ্ত কপাল ছুঁয়ে দেখা হয়নি আমার,
ইদানিং তোমাকে
খুব বেশি বলতে ইচ্ছে করে ভালোবাসি ভালোবাসি
কিন্তু শোনার ইচ্ছা কখনো প্রকাশ করোনি তুমি
তাই আমারো বলা হয়না উচ্চাড়ণে

আরো পড়ুন