সাতক্ষীরায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালতলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই আনোয়ারুল সরদার (৩৫)। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন পরিবারের দুই সদস্য।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে নিহত আনোয়ারুলের বাড়িতে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ জানান, দুপুরে পারিবারিক জমি ভাগবাটোয়ারার জন্য বাড়ির গৃহকর্তা আহম্মদ আলি সরদার তার দুই ছেলে আমিনুর ও আনোয়ারুলসহ পরিবারের সবাইকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি কমবেশি নিয়ে বিরোধ বাধে।

তিনি জানান, একপর্যায়ে ছোট ভাই আনোয়ারুল তার বড় ভাই আমিনুর রহমানকে ছুরিকাঘাত করতে উদ্যত হয়। এ সময় বড় ভাই ওই ছুরি কেড়ে নিয়ে নিজেই ছোট ভাইয়ের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় আনোয়ারুল ইসলাম।

নিহত আনোয়ারুল প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য আনোয়ারুলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন