নাঈম ইসলাম: শেরপুর পৌর শহরের মোবারকপুরে মশার কয়েল তৈরীর কাঁচামালের গুডাউন “মেসার্স হাজী উড পাওয়ার প্রসেসিং” মিলে আজ ভোরে অগ্নিকান্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল পৌনে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫ টার দিকে অই কয়েল তৈরীর কাঁচামালের গুডাউনে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে আখের মামুদ বাজার সংলগ্ন “মেসার্স হাজী উড পাওয়ার প্রসেসিং” মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১টি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
তবে অগ্নিকান্ডের কারন তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শুভল দেবনাথ বলেন, আমাদের একটি দল প্রায় ১ ঘন্টা চেষ্টায় ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশেই আরেকটি কাঁচামালের গুডাউন যা থেকে বড়ধরনের বিপদের আশংকা ছিল।