শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন ১, কারাদণ্ড ৩

শেরপুরে আশরাফ আলী হত্যা মামলার রায়ে মামুন মিয়া (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি শেরপুর সদর উপজেলার জঙ্গলদি মাইরাবাড়ী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

সোমবার (১১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। বিচারক তাঁর রায়ে দণ্ডিত মামুনের বাবা সৈয়দ আলী ও সবুজ মিয়া নামে দুই আসামিকে ৪ মাসের কারাদণ্ড এবং আয়নাল নামে অপর আসামীকে ৬ মাসের সাজা দিয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন নিয়ে নিহত আশরাফ আলীর সাথে সৈয়দ আলীর বিরোধ চলাকালে ২০১৬ সালের ১০ জুলাই সৈয়দ আলী তার লোকজনদের নিয়ে আশরাফ আলীর বাড়ী দখল করতে যায়। এ সময় মামুন তাঁর হাতে থাকা বল্লম দিয়ে আশরাফের বুকে ও পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে ২৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারী পুলিশ ১৯ জনের নামে আদালতে চাজশীট দাখিল করে। বিচারিক পর্যায়ে ১১ জন সাক্ষি সাক্ষ্য দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন উল্লেখিত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন