ভাবছি বসে
——————জেসমিন রুমি৷
আমি এবার ভিন্ন হবো
সবার মাঝেই অন্য হবো,
হয়ত কেউ বন্য বলবে
হয়ত জীবন শূন্য রবে৷
আবার দেখি একা পথ চলে
আর নয় সমঝোতা কোন ছলে,
শুনেছি কতোই নানান বোলে
সয়েছি শুধুই ছলনার চালে৷
হয়ত পিছিয়ে যাবো
হয়ত পথ হারাবো,
তবু ঠিকানা খুঁজে নেবো
হারবো নয়ত জিতবো৷
হারি জিতি নাহি লাজ
পরের কথায় কিবা কাজ,
নিজ কর্ম নিজের ফল
হোক তা সফল বা বিফল!