খলিল-সুমি দম্পতির পাশে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি

ছোট্ট সংসার খলিল-সুমি দম্পতির। ইতিমধ্যে তাদের ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে দুটি শিশু সন্তান। খুবই ভালো চলছিল দাম্পত্যজীবন। কিন্তু হঠাৎ কাল হয়ে দাঁড়ায় উভয়ের ভুল বুঝাবুজি। আর এতে বিচ্ছেদের মুখে পড়ে তাদের দাম্পত্য সংসার জীবন।

১২ মার্চ (মঙ্গলবার) সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা তাদের সংসারে শান্তি-ভালবাসা আনয়নের জন্য উভয়ের অভিবাবকের দায়িত্ব গ্রহন করেন। যেন তারা আবার সুখে-শান্তিতে দাম্পত্য সংসার জীবন কাটাতে পারে।

সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা সৃষ্টিবার্তাকে বলেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কাজ অপরাধ শুধরে দেওয়া এবং সংসার জোড়া লাগিয়ে অভিভাবক হয়ে পাশে দাঁড়ানো। তাইতো আজ সুমি এবং খলিলের ভাঙা সংসার পুনরায় প্রতিষ্ঠিত করে দিলাম। মাঝে আছে তাদের ফুটফুটে দুটি সন্তান। ওরা ভালো থাকুক এই দোয়া করবেন সবাই। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি সর্বস্তরের অসহায়ের কথা বলে।

এ সময় সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন