ম্যানহোলে পড়ে গুরুতর আহত পাকিস্তানের ‘ক্রিকেট চাচা’

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকে কাছে ভেড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান। ফাইনালসহ সুপার লিগের (পিএসএল) মোট আটটি ম্যাচ এবার অনুষ্ঠিত হচ্ছে দেশে। তবে ক্রিকেট ফেরাতে যত উদ্যোগী পাক ক্রিকেট বোর্ড, ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ ঠিক রাখতে বোধ হয় ততটা উদ্যোগ নেই দেশটির ক্রিকেট বোর্ডের। পিএসএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, অথচ করাচি জাতীয় স্টেডিয়ামের বাইরে ২২টি ম্যানহোলের ঢাকনা নেই বলে এক প্রতিবেদনে তুলে ধরেছেন জনপ্রিয় গণমাধ্যম দ্য নিউজ।

জানা গেছে, ঢাকনাবিহীন এমনই একটি ম্যানহোলে পড়ে গুরুতর আহত হয়েছেন দেশ বিদেশে পাকিস্তানের পতাকাবাহী সমর্থক চৌধুরী আবদুল জলিল। ‘ক্রিকেট চাচা’নামে বিখ্যাত ৬৯ বছর বয়সী এই পাকিস্তান সমর্থক পিএসএলের ম্যাচ দেখে ফেরার সময় একটি ম্যানহোলে পড়ে যান।

দ্য নিউজকে ‘ক্রিকেট চাচা’বলেন, ‘সোমবার পিএসএলের ম্যাচ দেখে যখন আমি বাড়ি ফিরছিলাম, ঠিক তখন একটি ম্যানহোলে পড়ে যাই। আমি তলপেট এবং পাঁজরের নিচের দিকে চোট পেয়েছি। অনেক ব্যথা পেয়েছি।’

সাংবাদিককে তার ব্যথা পাওয়া জায়গাগুলো দেখিয়ে বলছিলেন আবদুল জলিল। দর্শক সমর্থকদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ যাতে এই বিষয়টায় নজর দেন সেই আকুতিও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন