মায়ের কোল থেকে চুরি, বেঁচে নেই শিশুটি

রোববার (১০ মার্চ) বাগেরহাটে মায়ের কোলে থেকে চুরি যাওয়া ঘুমন্ত শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে ঘটনার মূল হোতা হৃদয়। হৃদয়কে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনিবার (১৬ মার্চ) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করে পিবিআই পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জানা যায়, হত্যার পর সে শিশুটিকে মোরেলগঞ্জে ময়লা আবর্জনায় ফেলে দেয়।
এরই পরিপ্রেক্ষিতে লাশটি উদ্ধারে যাচ্ছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাতে বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু আব্দুল্লাহকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শিশুর বাবা সোহাগের মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পরিবার। এ ঘটনায় এ পর্যন্ত হৃদয়সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো পড়ুন