এলিফ্যান্ট রোডের পর এবার মতিঝিলেও আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের হৈচৈ রেস্টুরেন্টের বিল্ডিংয়ে আগুন লেগেছে। এর কিছু সময় পরই মতিঝিলের ব্যাংক কলোনিতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুটি স্থানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান।

কামরুল হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে আগুন লাগে। এরপর ১১টা ৫৮ মিনিটে মতিঝিলের ব্যাংক কলোনিতে আগুন লাগে।

আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো পড়ুন