যশোরে পিকআপ চাপায় স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন

যশোরে পিকআপ ভ্যান চাপায় ষষ্ঠশ্রেণির স্কুলছাত্রীর পা বিচ্ছিন্নসহ ৩ জন আহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) সকালে শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইঞ্জিন চালিত ভ্যানে করে স্কুলে যাচ্ছিলো বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
এতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিপার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন ভ্যান চালকসহ আরো এক শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন