বারবার আকুতি জানিয়েও রেহাই পায়নি শিশুটি: বিচারের দাবি সৃষ্টি হিউম্যান রাইটস’র

ব্যস্তবহুল বাজারের একটি সড়কে আবারও নির্যাতিত হল ৫ থেকে ৭ বছর বয়সী এক শিশু। কাঠ চুরির অপবাদ দিয়ে ওই শিশুকে নির্যাতন করা হয় বলে জানা গেছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলি বাজারের সড়কে।

ওই শিশুকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ফেসবুকে আমরাই ব্রাহ্মণবাড়িয়া নামের একটি গ্রুপ পেইজে ওই শিশুকে নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে।

ভিডিওটিতে দেখা গেছে, মাঝ বয়সী এক ব্যক্তি ওই শিশুটির চড়-থাপ্পর দিতে দিতে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এসময় শিশুটি নির্যাতনকারীর পায়ে ধরে ‘আমি কিছু করিনি’ বলে কেঁদে কেঁদে বারবার আকুতি জানাচ্ছে। কিন্তু তাতে মন গলছে না নির্যাতনকারীর।

তবে ওই শিশু ও নির্যাতনকারীর নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আদিত্য বলেন, ভিডিওটি আমরা দেখেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে নির্যাতনকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ভিডিওটি দেখে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, এটা খুবই ন্যাক্কারজনক কাজ করেছে। শিশুরা আমাদের দেশের ভবিষ্যত, তারাই আমাদের সম্পদ। ওই শিশু নির্যাতন কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরো পড়ুন