সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (২০ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা আসছিলো। পথে সিরাজগঞ্জের সয়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২২ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়।

আরো পড়ুন