চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) রাতে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল জাহানারা খাতুন ও ইবাদত হোসেন দম্পতির মাঝে। এরই জেরে গতরাতে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে ইবাদত হোসেন। স্ত্রীকে হত্যার পর ওই ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে স্বামী ইবাদত হোসেন।
রাতে তাদের সন্তান এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ পায় না। এ সময় দরজার ফাঁক দিয়ে ভেতরে তাদের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে লাশ দু’টি উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।