শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ এক চাইনিজ নাগরিক আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা কর্তৃক ৪৮ টি স্বর্ণবার (৫৫৯০ গ্রাম ) সহ চাইনিজ নাগরিক আটক।

শুল্ক গোয়েন্দা কর্তৃক ২৪-০৩-১৯ তারিখ সকাল ৯ ঘটিকায় দুবাই থেকে EK582 ফ্লাইট যোগে আগত ১ জন যাত্রীর নিকট থেকে ৪৮ স্বর্ণবার যার মোট ওজন ৫৫৯০ গ্রাম স্বর্ণ আটক করা হয় । যাত্রীর নাম Yonggang Zu এবং পাসপোর্ট নং EF5291674 কোন প্রকার ঘোষণা ছাড়াই বিশেষ কায়দায় যাত্রীর চার্জার লাইটের ব্যাটারির লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল তা উদ্ধার করে। গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে EK584 বিমানে আগত একজন যাত্রী অন এরাইভাল ভিসা নিয়ে ইমিগ্রেশন ব্যতিরেকে ট্রানজিট এ অবস্হান করছে ।যার ব্যাগের ভিতরে রাখা চার্জার লাইটের ব্যাটারির মধ্যে চোরাচালানের লক্ষ্যে স্বর্ণ আছে। চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল ট্রানজিট থেকে যাত্রীকে গ্রিন চ্যানেলে স্ক্যান মেশিনে লাগেজ স্ক্যান করা হয় । স্ক্যানের পর চার্জলাইটের ব্যাটারির মধ্যে স্বর্ণ থাকার বিষয় টি নিশ্চিত হওয়া যায় । পরবর্তীতে গ্রিন চ্যানেলের লাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে ব্যাটারির ভিতর স্বর্ণ বের করা হয় ।

আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা (প্রায়)।

আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্হা প্রকৃয়াধীন ।

আরো পড়ুন