দারুণ জয় পেল ব্রাজিল

দুর্বল পানামার বিপক্ষে ড্র করে ব্যাপক সমালোচিত হয়েছিল ব্রাজিল। তিন দিন পর সেই ক্ষতে প্রলেপ দিলো সেলেকাওরা। চেক রিপাবলিকের বিপক্ষে তুলে নিল দুর্দান্ত জয়। ইউরোপীয়ান দলটিকে তারা হারিয়েছে ৩-১ গোলে।

ইনজুরির কারণে এ ম্যাচেও ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে তা জয়ের পথে বাধা হতে পারেনি। যদিও প্রথমেই গোল হজম করেছিল ব্রাজিল। ম্যাচের ৩৭ মিনিটে ডেভিড পাভেলকার গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৯ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে। ম্যাচের একটা পর্যায়ে অনেকেই ধরে নিয়েছিলেন, পানামা ম্যাচের ফলই বোধহয় এ ম্যাচেও মেনে নিতে হবে। তবে ম্যাচের ৮০ এবং ৯০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে জয় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বলেছিলেন, কোপা আমেরিকার আগে এ ম্যাচেই শেষ পরীক্ষা নিরীক্ষা চালাবেন তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য তার পরিকল্পনা এখনি জানা যাবে না। তবে আপাতত এ জয় যে তাকে বেশ আত্মবিশ্বাসী করে তুলবে সেটা বলাই যায়।
ব্রাজিল পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে আগামী ৬ জুন বলিভিয়ার বিপক্ষে, কোপা আমেরিকায়।

আরো পড়ুন